খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় খলিষখালীর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীর-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, তালা উপজেলা পরিষদের চেয়াম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, খলিষখালী ইউপি চেয়াম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান প্রমুখ।
সভায় মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, বাংলাদেশ এগিয়ে চলেছে। কৃষকদের উৎপাদিত ধান ও সবজি দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে। অন্যদিকে জামায়াত-বিএনপি এক হয়ে উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জনগণের জন্য সরকার যে উন্নয়ন করছে তা বিশ্বের মডেল। আমরা স্কুলে মাদুরে বসে পড়াশুনা করেছি, এখন শিক্ষার্থীরা বড় বড় বিল্ডিংয়ে আধুনিক সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এ দেশে বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আগামী নির্বাচনে আপনারা নির্বিঘেœ, নিরাপদে ভোট দেবেন। এসপি মহোদয়কে সামনে রেখে বলছি এ নির্বাচনে জেলার কোথাও কেউ একটি পটকা ফুটাতে সাহস করবে না।
খলিষখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা: জামায়াত-বিএনপি উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে-মুস্তফা লুৎফুল্লাহ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/