কেশবপুর প্রতিনিধি: কেশবপুর সাব-রেজিস্ট্রি অফিসে মোটা অংকের টাকার বিনিময়ে অতিরিক্ত নকল নবিশ নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নকল নবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ শিমুল ঘোষ, মহিলা সম্পাদিকা শামিমা নাসরিন, নকল নবীশ হাফিজুর রহমান, জয়ন্তী রানী, খালেদুর, অনুপ হালদার, আছিয়া খাতুন, মাসুদ খান, রাবেয়া সুলতানা, তানিয়া, সুষমা বিশ্বাস, ছন্দা রানী, রিনা পারভীন, অসীম কুমার, আইয়ুব আলী, ফাতেমা প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে অতিরিক্ত নকল নবিশ নিয়োগের পায়তারা বন্ধ না করলে কর্মবিরতি-সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
কেশবপুরে অতিরিক্ত নকল নবিশ নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/