Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: কুলিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশননের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম’র সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মো. হযরত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর কবির, রফিক উল ইসলাম খান, সেলিমুজ্জামন, মনিরুল ইসলাম, রুবেল হাসান হাফিজা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য ডা. অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী স্বপ্না খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাল্য বিবাহ রোধে সবাইকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। প্রয়োজনে টোল ফ্রি নাম্বার ১০৯ এ ফোন করে জানাতে হবে। এছাড়া সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক সম্পর্কে শাস্তি ও পরিত্রানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version