Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতিতে প্রতিমা বিসর্জনের বিষয়ে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ভারতের হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, ১৭ বিজিবি’র বসন্তপুর ক্যাম্পের ইনচার্জ আসলাম হোসেন, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন ও ইউপি সদস্য মিজানুর রহমান।
অপরদিকে ভারতের পক্ষে অংশ নেন বিএসএফ’র হিঙ্গলগঞ্জ ক্যাম্পের ইনচার্জ বিকে সিং, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মৃধা, পুলিশ কর্মকর্তা আশিষ মারিয়া, গ্রাম পঞ্চায়েতের সদস্য শহিদুল গাজী ও শিক্ষক সুজিত কুমার মন্ডল।
বৈঠকে উভয় দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষ আসন্ন দুর্গোৎসব যাতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন শেষে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে ইছামতি নদীতে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন করতে পারেন সে ব্যাপারে বিজিবি ও বিএসএফ’র কর্মকর্তাবৃন্দ একমত পোষণ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বসন্তপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আসলাম হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version