Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু মা-ছেলে গুরুতর জখম

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, যার নং-০৩।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দক্ষিণশ্রীপুর গ্রামের রামপদ মন্ডলের ছেলে রতন মন্ডল (২৫) সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, জমিজমা নিয়ে বিরোধের শত্রুতাকে কেন্দ্র করে প্রতিবেশী রমজান আলী গাজীর ছেলে ছুন্নত আলী গাজী (৪৫), তার স্ত্রী ফতেমা খাতুন (৪০), ছেলে বাবু গাজী (২০), মেয়ে তাছলিমা খাতুন (২৪) ও শাহনাজ খাতুন (২২) গত রবিবার বিকেল ৫টার দিকে তাদের বাড়িতে দা, লাঠি, শাবল, রড নিয়ে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করার সাথে সাথে উল্লিখিত ব্যক্তিবর্গ তার মা অষ্টমী দাসীর মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। মাকে রক্ষা করতে গেলে তাকেও লোহার রড দ্বারা পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্ষা করার আগেই ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদেরকে কয়েকটি সেলাই দিয়েছে চিকিৎসক। এঘটনায় তার ভাই স্বপন মন্ডল (২৮) বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেও প্রতিপক্ষ ক্ষ্যান্ত হয়নি। পাল্টা মামলা দিয়ে হয়রানি ও সুযোগ পেলে আবারও খুন-জখম করা হবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। প্রতিপক্ষ অত্যন্ত হিং¯্র প্রকৃতির হওয়ায় বর্তমানে তিনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version