Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরভ্যান চালক নিহত

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলায় পিকআপের ধাক্কায় ফজর আলী গাজী (৫০) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে।
ফজর আলী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত জয়নুদ্দীন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ-শ্যামনগরের পাউখালী নামক স্থানে শ্যামনগর থেকে কালিগঞ্জগামী একটি পিকআপ মোটরভ্যানকে ধাক্কা দিলে ফজর আলী গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহত ফজর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী পিকআপ ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে নিহতের পরিবার পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ করেনি। পরবর্তীতে আপোষের মাধ্যমে পিকআপ এবং চালককে মুক্তি দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version