Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

কালিগঞ্জ প্রতিনিধি: ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৯টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পিস প্রেসার গ্রুপ, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ ও দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও পিস প্রেসার গ্রুপ কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুজন কালিগঞ্জ শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ সাস এর ম্যানেজার তাপস কুমার মল্লিক, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সাবেক অ্যাম্বাসেডর ইলাদেবী মল্লিক, সুজনের সদস্য এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version