Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের কফিল উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় চক্ষু চিকিৎসা শিবির

SAMSUNG CAMERA PICTURES

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর কফিলউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ‘অন্ধ জনে দেহ আলো’ শ্লোগানে সাবেক পুলিশ কর্মকর্তা, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমানের আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন আই ক্যাম্প কোর্ডিনেটর ও সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগিতায় এই চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়।
এতে ডা. হাসানুজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম ৪ শতাধিক নারী ও পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খাঁন জাহিদুর রহমান বাবুর সঞ্চালনায় চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অজিহার রহমান ও মরিয়ম বিন্তে মিজান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মনজুরুল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাংবাদিক আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান তৌহিদুর রহমান, ছাত্রনেতা শেখ তালহা কবির রিতু, সোহেল আহম্মেদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version