Site icon suprovatsatkhira.com

কলারোয়া সীমান্তে আড়াই কেজি রুপার গহনা উদ্ধার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে প্রায় আড়াই কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
উপজেলার কেঁড়াগাছি সীমান্তের কুটিবাড়ি এলাকার জনৈক মাসুদ রানার বাড়ি থেকে মঙ্গলবার রাতে এসব উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির নায়েক ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে ২ কেজি ৪’শ ৮০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। সেগুলো ভারত থেকে চোরাপথে বাংলাদেশে আনা হয়েছিলো। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ৬৮ টাকা। এ ব্যাপারে বুধবার কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version