কলারোয়া প্রতিনিধি: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
এসময় ফিরোজ আহমেদ স্বপন বলেন, নৌকার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি জামাতের সকল নীল নকশা ধুলিস্যাৎ করে দিয়ে সকলকে মিলে মিশে কাজ করার আহবান জানান তিনি। নিজ দলের মধ্যে কেউ যেন ষড়যন্ত্র করে দলের ভিতর ফাটল সৃষ্টি করতে না পারে সেজন্য সকলে মিলে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান হাবিল, ৬ নং ইউপি চেয়ারম্যান মনি, ৭ নং ইউপি এর চেয়ারম্যান মনি, ১০ নং ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সামসুল আল মাসুদ বাবু, প্রেসক্লাব সেক্রেটারি ও কলারোয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক তুহিন, স্বেচ্ছাসেবকলীগের মুন্না, সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আজম, ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, কলারোয়া উপজেলার বারটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/