Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় চলছে ৪৮ ঘণ্টার পরিহন ধর্মঘট

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সারা দেশের ন্যায় সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার পরিহন ধর্মঘট চলছে। রোববার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।
এতে করে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিন চাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে। পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও বিভিন্ন জায়গায় তারা অন্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছেন। মহাসড়কে কিছু ভ্যান, নসিমন, ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করতে দেখা গেছে।
প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকবন্ধ রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version