Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ১৫তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কাজী শামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ। তিনি বলেন, গ্রাম ডাক্তাররা হলেন মানুষের প্রাথমিক চিকিৎসার আশ্রয় স্থল। যেকারণে সবকিছুর ঊর্ধ্বে থেকে গ্রামের মানুষের সেবা দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে।
সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কামরুল ইসলাম, দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ চায়না বাংলা (সিবি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিছুর রহমান, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি মাহবুবুর রহমান, কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আ. গফফার, পাটকেলঘাটা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি হাদিউজ্জামান প্রমুখ।
সভা পরিচালনা করেন সিবি হাসপাতালের তত্ত্বাবধায়ক খান রেজাউল ইসলাম রেজা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version