Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা

কলারোয়া প্রতিনিধি: ‘কর্ম গড়ে ভবিষ্যত, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব খাদ্য দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মহাসীন আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সমবায় কর্মকর্তা নওশের আলী, খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, আরডিও কর্মকর্তা সন্দীপ মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবুল হাসান।
এ উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে খাদ্য দ্রব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরে ৮টি স্টল দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version