Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় কৃষি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জোরপূর্বক কৃষি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত আমিনুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, চার বছর পূর্বে আমার নামে চাচা শ্বশুর নওশের সরদারের কাছে থেকে ১৩ শতক জমি ক্রয় করে ধান চাষ করে আসছি। কিন্তু হঠাৎ একই গ্রামের চাঁদ আলী সরদারের ছেলে ছায়েদ আলী, আফসার আলী, আহাদ আলী, আলী আকবর ও আজগর আলী আমার জায়গায় জোর পূর্বক ঘর নির্মাণ শুরু করে। আমি ও আমার স্বামী বাধা দিতে গেলে তারা জীবন নাশের হুমকি প্রদান করে। স্থানীয় মেম্বার বিষয়টি সমঝোতার কথা বললে তারা কিছুদিন কাজ বন্ধ রেখে পুনরায় কাজ শুরু করেছে। মঙ্গলবার সকালে ঘর নির্মাণে বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত ছায়েদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জমি আমরা বাড়ি করতেছি, উনি আমাদের নামে মিথ্য অভিযোগ করেছেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আমি বিষয়টি অবগত আছি। শরিকের জায়গা তাই ঝামেলা হচ্ছে। আমি তাদেরকে বলেছি এক জায়গায় বসে বিষয়টি সমধান করে দেব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version