কচি পুঁইয়ের ডগার মতো লিকলিকে বউ আমার
লক্ষ্মী অতি চালাক চতুর পকেট খোঁজে জামার।
সারা দিনের কর্ম শেষে আসলে ফিরে বাড়ি
দূরের থেকে শুনতে থাকি ছিঁড়ছে নতুন শাড়ি।
ভয়ে আমার শরীর থেকে ঝরতে থাকে ঘাম
প্রেম কাননে আছি আমি এই বুঝি তার দাম।
বলেছি যে সব এই ক্ষণেতে সত্যি কথা নয়
সত্যি হলো ভালোবাসা পাড়ার লোকে কয়।
দিনের শেষে কষ্ট করে আসি যখন ফিরে
স্বর্গ যেন বিরাজ করে আমার ছোট্ট নীড়ে।
বউ যে আমার বইয়ের মতো অনেক ভালোবাসি
জলের ঢেউয়ে ঝিলিক মারে তার সে মধুর হাসি।
কন্যা আছে একটা মোদের প্রেম বাগিচার ফুল
তার সুরেতে মুগ্ধ হয়েই গাইতে থাকে বুলবুল।
গুড় পুকুরের মেলা থেকে কাল কিনেছি দুল
দুল পেয়ে আজ কন্যা আমার আনন্দে হুলস্থুল।
সোনা ভরা বাড়ির উঠোন কিংবা ভোরের হাওয়া
মুক্ত পাখি সুর তুলেছে সব কিছুই তার পাওয়া।
আদর ছাড়া সোহাগ পেয়ে বউটা অনেক খুশি
রাগের কথা বললেও দেখি চুপসে পরে ঠুসি।
সমৃদ্ধ তার চোখের ভাষা রঙিন জীবন আঁকে
চাই না আমি হারাতে তার এই জীবনের বাঁকে।
তার, মনের ভেতর ফুল বাগিচা নিত্য ফোঁটায় ফুল
আমি, জুঁই চামেলীর সুবাস নিতে করি না’ক ভুল।
চোখ দুটো তার তাজা গোলাপ আঁধারে জ্বালায় বাতি
ওই চোখেতে চোখ রেখে তাই পার করে দেই রাতি।
আমার মনের সব কবিতা তার কথাতেই হাসে
সেই হাসিতেই মুক্তো ঝরে শিশির জমা ঘাসে।
পথ চলাতে ক্লান্তি পেলে কিংবা ঝরলে ঘাম
অশ্রু জলে বুক ভাসিয়ে নেয় সে রবের নাম।
তার সুখেতে সুখ যে আমার গোলাপ চাঁপা’র ঘ্রাণ
খোদার সেরা দান পেয়েছি যায় জুড়িয়ে প্রাণ।
পাঁচ ওয়াক্ত নামাজ শেষে খোদার শোকর করে
সত্য সরল সহজ জীবন চায় সে সবার ঘরে।
সব সেরাদের সেরা সে যে জুড়ি মেলা ভার
একটুও নেই অহং গরব ইহ-জীবনে তার।
অনেক সুখে আছি যেমন খুশিতে যায় দিন
যেমন আছি তেমন রবো শুধরে যাবে ঋণ।
ভালো থাকুক ভালোবাসা এই ফরিয়াদ করি
ভালোবাসার সমাজ গড়ে আমরা যেন মরি।
………………………………………….
কবিতা: ভালো থাকুক ভালোবাসা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/