Site icon suprovatsatkhira.com

কবিতা: বৌয়ের জ্বালা

বৌয়ের জ্বালায় ঘর ছেড়েছি
এবার ছাড়ব দেশ
বিয়ে করে জীবন আমার
হয়ে গেল শেষ।

বউ যে আমার রাজ কুমারী
সারা দিন-রাত ঘুমায়
কিছু বললে রেগে উঠে-
ধমক দেয় সে আমায়।

অহর্নিশি ঝগড়া করে-
আমার মাথা খায়
মাসে দশ বার এমনি করে
বাপের বাড়ি যায়।

রোজ সকালে বেলা করে
ঘুম ভাঙে যে তার
নাস্তার কথা বলতে গেলে
রক্ষা নেই যে আর।

আমি না-কি নবাব বেটা
বউ খাটিয়ে খাই
আমার মত অলস স্বামী
এই ভবে আর নাই।

সকাল হলে ডেকে তারে
দিতে বলে চা
ঘুম আসে না রাত্রে আবার
না টিঁপিলে গা।

কি বলব আর দুঃখের কথা
বলতে মুখে বাধে
বউয়ের জ্বালায় পরাণ আমার
সর্বক্ষণে কাঁদে।

মহা রানী হুকুম করে
আনতে শাড়ি চুড়ি
মেকাপ ছাড়া তারে আবার
দেখতে লাগে বুড়ি।

কৃষ্ণ বর্ণ বদন তাহার
আমার পাড়া-গাঁয়
অগ্নি মশাল জ্বেলেও তারে
খুঁজে নাহি পাই।

বুক ভেসে যায় সদায় আমার
দুই চোখেরি জলে
কোন চিচ যে দিলে বিধি
ঝোলায় আমার গলে।

তার কারণে আজকে আমার
বাঁচা হলো দায়
ইচ্ছে করে দেশটা ছেড়ে
কোথাও চলে যাই।।
———————–

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version