বসুধা মোরে দিয়েছে ভরে
অকৃপণ তরে
যা চেয়েছি তাই পেয়েছি
প্রকৃতি মায়ের করে,
গন্ধ দিয়েছে ছন্দ দিয়েছে
দিয়েছে সুর ও সুধা
মায়া মমতা প্রেম-প্রীতি
দিয়েছে মিটিয়ে ক্ষুধা,
কায়ার মাঝে মায়া দিয়ে সে
মরুকে করিল তরু
রূপ রস ফুল সুরভী দিয়ে
জীবত্ব করিল আব্রুু,
যশ মান খ্যাতি আধারে জ্যোতি
সবই যে আমি পেয়েছি
মনুষ্য হতে যা কিছু লাগে
পূর্ণ হয়ে গিয়েছি,
পেতে পেতে যেতে যেতে
ক্ষত কিছুতো হয়েছে
শনি রাহু কেতু প্রেত-চুনি
গ্রাস করিতে চেয়েছে,
প্রাপ্তি কিছু, তাদের পিছু
অসীম লয়ে গিয়েছে।
প্রাপ্তির সুখ দিয়ে, ক্ষতগুলোর গায়ে
প্রলেপ ঢাকা দিয়ে,
নিজেকে পূর্ণ করে, শূন্যতা ঢেকে দিয়ে
বাকী পথ যাব শুধু দিয়ে।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/