Site icon suprovatsatkhira.com

কবিতা: আজকালকার শিক্ষিত সমাজ

নামি দামি গাড়ি চড়ে,
যারা অফিস আদালতে আসে,
আমরা তাদের আপনি বলি,
সম্মানের পরিবেশে।

সম্মান দিয়ে কথা বলি,
আপনা আপনি করি,
মূর্খ গরীবেরা আসলে পরে,
তুই তাগারি করি।

নামি দামি ডিগ্রী নিয়ে
বড় চেয়ারে বসে,
অথচ নম্র ভদ্র না হলে তার
কজন ভালবাসে।

কাগজ কলমে শিক্ষিত হলেও
হয় না প্রকৃত শিক্ষিত,
নিরক্ষর মানুষও শিক্ষিত হয়,
ব্যবহার যদি হয় মানুষের মত।

পোশাক আর চেহারা দেখে,
করো না সব বিচার,
ভালো যদি হয় রে মানুষের
শুধু একটু ব্যবহার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version