অক্টোবর ৯, ২০১৮
উত্তপ্ত হচ্ছে ধরণী, শঙ্কিত বিশ্বাসী: যুব সমাজের করণীয় : মো. আব্দুল কাদের
‘মরিতে চাহিনা এই সুন্দর ভূবনে, মানবের মাঝে আমি বাচিবার চাই’- কবির এই বক্তব্যের সঙ্গে আমরা সকলেই একমত। রূপরস, গন্ধ আর মায়া মমতায় ঘেরা এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। শুধু মানুষ নয় সৃষ্টিকূলের প্রতিটি প্রাণীই এই সুন্দর পৃথিবীতে চিরদিন বাঁচতে চায়। কিন্তু কারও পক্ষেই তো আর চিরদিন বাঁচা সম্ভব নয়। এ যাবৎ আবিষ্কৃত সকল গ্রহের মধ্যে এখনও পৃথিবী নামক গ্রহটি মানবসহ সকল প্রাণিকূলের বসবাসের জন্য উপযোগী এবং নিরাপদ। কিন্তু মানুষের কৃতকর্মের জন্য আস্তে আস্তে এই গ্রহটি মানবসহ সকল প্রাণিকূলের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠেছে। ইতোমধ্যে ডাইনোসরসহ অনেক শক্তিশালী প্রাণি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ক্রমান্বয়ে আরও অনেক উদ্ভিদ এবং প্রাণি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এসব কিছুর মূলে রয়েছে আবহাওয়ার পরিবর্তন। যাকে আমরা সংক্ষেপে বলছি ক্লাইমেট চেঞ্জ। আর আবহাওয়ার এই পরিবর্তন হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে সভ্যপ্রাণি মানুষের দ্বারা, যারা নিজেদের বাসস্থানকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যচ্ছে। 8,740,008 total views, 350 views today |
|
|
|