Site icon suprovatsatkhira.com

ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে অবহিতকরণ সভা

রোববার (২১ অক্টোবর) অগ্রগতি সংস্থার আয়োজনে শহরতলীর ত্রিশমাইলস্থ পিটিআরসি অডিটোরিয়ামে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে চাইল্ড রাইটস ডিফেন্ডার ফোরামের সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান ইন্টারনেটের ব্যাপক ব্যবহারে আমাদের শিশুদের জ্ঞানের চক্ষু প্রসারিত হচ্ছে বটে কিন্তু সেইসাথে ভেজাল তথ্য ও ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের শিশুরা নানান সমস্যায় জড়িয়ে পড়ছে। সেজন্য আমাদেরকে ইন্টারনেটের একটা ইতিবাচক কালচার গড়ে তুলতে হবে। ইন্টারনেটের অপব্যবহার থেকে শিশুদেরকে সুরক্ষা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ স্বপ্ন ধুলায় মিশে যাবে। ইন্টারনেটের ভাল মন্দ দিকগুলো আমাদের শিশুদের ভালভাবে বুঝাতে হবে।
সভায় এ বিষয়ে তথ্য উপস্থাপন ও সিআরডিএফ কার্যক্রম নিয়ে আলোচনা করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর দেবব্রত অধিকারী। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সফিউল হক। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version