Site icon suprovatsatkhira.com

আশাশুনি সদর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নে গ্রামআদালত সক্রিয়করণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মাইকিংয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য দিলিপ কুমার মন্ডল, সিরাজুল ইসলাম, সন্তোষ মন্ডল, মনিরুল ইসলাম, তারক মন্ডল, গ্রামআদালতের উপজেলা সমন্বয়কারি গোলাম মোস্তফা ও সহকারি ছন্দা রানী মন্ডল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় সল্প খরচে আইনি সেবা পেতে জনসচেতনতার লক্ষ্যে এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ মাইকিং করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version