Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পেভ’র গোলটেবিল বৈঠক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘সুষ্ঠ ও সহিংসতা মুক্ত নির্বাচন’ অনুষ্ঠানে আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) সকালে আশাশুনি কৃষি ট্রেনিং সেন্টারে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করে পিস্ প্রেসার গ্রুপ।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন উপজেলার পেভ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর স্বাগত বক্তব্য শেষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক।
পেভ’র উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রাক্তণ শিক্ষক একেএম এমদাদুল হক, আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি জিএম আল ফারুক, পেভ’র জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল, ইউপি সদস্য হাফেজ রবিউল ইসলাম ও পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিৎ কুমার বৈদ্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলী নেওয়াজ, পেভ’র এ্যাম্বাসাডার এসকে হাসান, গোলাম মোস্তফা, সুরঞ্জনা রানী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version