Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক চাই, নিরাপদে থাকতে চাই’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার (অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে নিরাপদ সড়কের দাবিতে বুধহাটা-সাতক্ষীরা সড়কে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে।
মানবন্ধনে অংশগ্রহণ করেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা এবং বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল স্তরের জনগণ।
এরপর বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার সামছুন্নাহার, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, এটিও ইদ্রিস আলী, আবু সেলিম, মাছরুরা খাতুন, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, মাদরাসা সুপার মাও. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version