Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে খাদ্যমেলা

আশাশুনি প্রতিনিধি: ‘কর্ম গড়ে ভবিষ্যত, কর্র্মই গড়বে ২০৩০ এর ক্ষুধামুক্ত বিশ্ব’ এ স্লোগানে আশাশুনিতে বিশ্বখাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্যমেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্র্জী, থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার নাথ, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, দিপঙ্কর সরকার, প্রভাষক ম. মোনায়েম হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুুজিবুর রহমান, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি মেলার স্টল ঘুরে দেখেন।
মেলায় সমবায়, যুব উন্নয়ন, মহিলা অধিদপ্তর, কৃষি ও মৎস্য অধিদপ্তরের স্টলে খাবার পিঠা, মাছের খাদ্য, কৃষি উপকরণ, সমবায় সমিতি থেকে উৎপাদিত পণ্য, প্রশিক্ষিত যুবদের খাদ্য প্রকল্পের উৎপাদিত খাদ্য প্রদর্শন করা হয়।
এর আগে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা ক্যাম্পাসের মূলসড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version