Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্র্মসূচির মধ্য দিয়ে আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০১৮ পালিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠিত সভায় রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার আনছারুল আজাদ, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও প্রভাষক ম. মোনায়েম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পিআইও শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপ-সহকারী প্রকৌশলী মামানুর রশিদ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়ার্র্ল্ডভিশন, সাস, আইডিয়াল, ফ্রেন্ডশীপ ও উত্তরণ’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version