Site icon suprovatsatkhira.com

আক্ষেপ

জীবনে কি থাকবে না কোনো সুখ,
কেন কষ্টে ভরা এই বুক।
যাকেই করি বিশ্বাস,
কেন দেয় মিথ্যে আশ্বাস।
যখনই একটু হাসঁতে চায়,
কেন সবাই কাঁদিয়ে যায়।
কি দোষ হয়েছে আবার,
গরীব ঘরে জন্ম আমার।
ভ-ামির এতো যে দর কষাকষি,
খ্যাতি লাভে করে যায় কারসাজি।
কেন আজ এতো কষ্টগ্লানি,
মানছে না কেন ¯্রষ্টার বাণী।
সুখ যদি না-ই থাকে কপালে,
কিভাবে সামলাবো নিজেকে।
এতো যন্ত্রণা আর পারি না বইতে,
সারাজীবনই কি হবে এমনই সইতে।।
……………………………………

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version