কলারোয়া প্রতিনিধি: ৮ম বজলুর রহমান স্মৃতি আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় ঝিকরগাছাকে হারিয়ে কলারোয়া ফুটবল একাদশ জয় লাভ করেছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৩-০ গোলে ঝিকরগাছা ফুটবল একাডেমিকে হারিয়ে কলারোয়া ফুটবল একাদশ জয় লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ক.পা.ই সিনিয়র সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
খেলা পরিচালনা করেন, জিএম মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, আবু সাঈদ ও রাশেদুজ্জামান। ধারাভাষ্যে ছিলেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, মাসুদুজ্জামান ও মীর রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, আগামী শনিবার (২০ অক্টোবর) দুপুর ৩টায় শ্যামনগর ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে কালিগঞ্জ ফুটবল একাডেমি।