Site icon suprovatsatkhira.com

৮ম বজলুর রহমান স্মৃতি টুর্নামেন্টে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় কালিগঞ্জ উত্তর শ্রীপুর ফুটবল একাদশ। কালিগঞ্জ উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাটি উপভোগ করেন কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা আব্দুর রউফ, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চেীধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ক পা ই সিনিয়র সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, রমজান আলী, মীর রফিক, মাষ্টার সিরাজ, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন, জিএম মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, আবু সাঈদ ও রাশেদুজ্জামান। এ সময় ধারাভাষ্যে ছিলেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, মাসুদুজ্জান ও মীর রফিকুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version