২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি। বিবৃতিতে রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের জেলা শাখার আহবায়ক শেখ সাহিদউদ্দীন, যুগ্ম আহবায়ক জে.এম ফাত্তাহ, মাহমুদ আলী সুমন, আব্দুল মান্নান, শেক মারুফ হাসান মিঠু, কাজী আক্তার হোসন, সদস্য সচিব এজজ আহমেদ স্বপন, সদস্য মাহমুদ আলী আবীর, সৈয়দ জিয়াউর রহমান, অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল, অ্যাড. অনিত মুখার্জী, রাশেদ সরোয়ার শেলী, এনামুল হুদা শাহীন, শেখ মামুনুর রশিদ, অ্যাড. তৌহিদুর রহমান শাহীন, শেখ শফিউদ্দীন, মীর মোস্তক আলী, সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জ্যোৎনা আরা, শেখ জামাল উদ্দীন রনি, হুমায়ুন কবীর, ফারুকুল ইসলাম, বদরুল আলম, আব্দুল কাদের, ছায়িব হোসেন বাবলা, নুরই আলম মুকুল, রফিকুল ইসলাম রানা, মোস্তাফিজুর রহমান নাসিম, রামকৃষ্ণ চক্রবর্ত্তী, আসাদুজ্জামান বাবু, মিসেস আসিফ ইকবাল মুন্নি, শেখ আমজাদ হোসেন, রাশেদুজ্জামান রাশি, তাজুল ইসলাম ফারুক, কাজী ইকবাল, প্রভাষক এম সুশান্ত, আব্দুল খালেক, নাছিমা খাতুন, বিদার হোসেন বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
9,171,391 total views, 1,386 views today