Site icon suprovatsatkhira.com

সড়ক পরিবহন আইনের ৮টি ধারা সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮টি ধারা সংশোধনের দাবিতে সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে এই স্মারকলিপি পেশ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলার জামিন যোগ্য বিধান সংযোজন, শ্রমিকের দণ্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে কমিয়ে ৫০ হাজার টাকা করা, সড়ক দুর্ঘটনা জটিলতার মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির পরিবর্তে ৫ম শ্রেণি করা, কাগজপত্র চেকিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানার পরিমান কমানো ও শাস্তি বাতিল, আইনে কোন কোন ক্ষেত্রে অর্থ দ-ের পরিমান উল্লেখ না থাকায় জটিলতার সৃষ্টি হওয়াসহ আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের দাবি জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version