এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর): সুন্দরবনে বুনোশুকরের আক্রমণে রুহুল আমিন সরদার (৫৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছে। রুহুল আমিন সরদার উপজেলার মুন্সীগঞ্জের মথুরাপুর গ্রামের ফকির সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে সুন্দরবনের কুসখালি খালে মাছ ধরতে যান রুহুল আমিন সরদার। এ সময় একটি বুনো শুকর তাকে আক্রমণ করে। তাৎক্ষণিক সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।