Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, নৌকা ও জেলে উদ্ধার

নূরুন্নবী ইমন, রমজাননগর: সুন্দরবনে অভিযান চালিয়ে কোস্টগার্ড চারটি দেশীয় পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বন্যদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল ও একটি নৌকাসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে।
বুধবার (২৪ অক্টোবর) বিকালে পশ্চিম সুন্দরবনের চুনকুড়ী নদীর মাথাভাঙ্গা খালে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং অপহৃত ওই জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলের নাম রুহুল আমিন মোড়ল। তিনি শ্যামনগরের চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।
কোস্ট গার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন জানান, মাথাভাঙ্গা খালে বনদস্যুরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চারটি দেশীয় পাইপগানসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে। এসময় অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত থাকা রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লান্টু ও আনারুল ইসলাম জানান, আমরা বনদস্যুদের সনাক্ত করতে পেরেছি। তারা হরিনগর সিংহড়তলী গ্রামের মৃত জুব্বার গাজীর ছেলে নুর আলম, একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে নজরুল গাজী ও পার্শ্বেখালী গ্রামের হামিজ উদ্দীন গাজীর ছেলে মোমিন গাজী। ঘটনাস্থল থেকে মোমিনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version