বদরুজ্জামান খোকা: সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভা রোববার শহরের লাবনী মোড়স্থ উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আব্দুল মুজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মঈন-উর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি মনোনয়ন পেলে জয় ছিনিয়ে আনা হবে। তিনি বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদের ৯ বছরের শাসন আমলে মানুষ সুখে-শান্তিতে বসবাস করতো, ছিল না কোন হত্যা, গুম। ছিল না প্রশাসনিক নির্যাতন। তাই মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।