সাতক্ষীরা প্রেসক্লাবে নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি প্রেসক্লাবে আসলে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এসময় তিনি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক এসময় পৌরদীঘির অস্বচ্ছ পানি স্বচ্ছ করার বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি