সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় পরিচালিত চারটি ট্রেডে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য গঠিত এমপ্লয়ার্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় টিটিসি’র সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক একেএম আনিছুর রহমান, রনি প্লাইউড অ্যান্ড ডোর ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক জিএম নুরুল ইসলাম রনি, ইলেকট্রো বাংলা’র সিইও মো. মেহেদী হাসান, সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক হাফিজ-আল-আসাদ, রোজ টেইলার্সের প্রোপাইটর মো. আব্দুল আলিম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিছুর রহমানকে এমপ্লয়ার্স কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান এবং পরিচালনা করেন জব প্লেসমেন্ট কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)