অক্টোবর ৭, ২০১৮
সাতক্ষীরা জেলা তায়কোয়ানডোর বিবৃতি
মোয়াজ্জেম কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা তায়কোয়ানডোর নামে বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়া ও বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল ইমরানের নেতৃত্বে সাতক্ষীরা জেলা দল জাতীয় পর্যায়সহ বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। তৃণমূল ও জেলা টিমের খেলোয়াড়রা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ যোগ্যতায় যখন তায়কোয়ানডো জাতীয় টিম, বিকেএসপিসহ বিভিন্ন দলে সুযোগ করে নিচ্ছে, তখন মোয়াজ্জেম কবির নামে এক অসাধু ব্যক্তি সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো দল ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নাম ভাঙিয়ে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়া ও বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। 8,987,426 total views, 4,599 views today |
|
|
|