ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি মো. সাহেব আলীকে সংবাদ সংগ্রহে বাধা, মারপিট ও জীবননাশের হুমকি দিয়েছে স্থানীয়রা জুয়াড়ীরা। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার দাঁতিনা খালী সরদার বাড়ি ঈদগা সংলগ্ন আজমলের মুদির দোকানের সামনে তার উপর এ হামলা চালানো হয়।
স্থানীয়রা জানান, আজমলের মুদির দোকানের সামনে প্রতিদিন জুয়ার আসর বসে। একই সাথে বখাটেরা স্কুল কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে খবর সংগ্রহ করতে সেখানে গেলে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের শিক্ষাবিষয়ক সম্পাদক, পরিবেশ বাদী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা গাবুরা ইউনিয়ন প্রতিনিধি মো. সাহেব আলীকে জুয়াড়ী দলের হোতা গোলাপ সানার ছেলে হাফিজুরের নেতৃত্বে সালমান সানা, শাহাজালাল ইকবল গাইন এলোপাতাড়ী মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।
সাংবাদিক সাহেব আলীকে সংবাদ সংগ্রহে বাধা, মারপিট!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/