সাতক্ষীরায় ‘সাংবাদিকদের নিরাপত্তা: ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক দ্বিতীয় ব্যাচের পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এম কামরুজ্জামান ও নিউজ নেটওয়ার্কের মনিটরিং অফিসার শ্যামল কান্তি সিংহ রায়।
কর্মশালায় প্রথম দিন সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় ব্যাচের এই সাংবাদিক কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার পাঁচ দিনব্যাপী এই সাংবাদিক কর্মশালা শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি