অক্টোবর ১৬, ২০১৮
সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি চিহ্নিতকরণ বিষয়ক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
![]() সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন, ‘পুলিশের কাছে নো নিউজ ইজ গুড নিউজ, আর সাংবাদিকদের কাছে ব্যাড নিউজ ইজ গুড নিউজ। সাংবাদিকদের হাতে একটি কলম রয়েছে, সেই কলম তিনি যেভাবে ইচ্ছে ঘুরাতে পারেন। কিন্তু পুলিশের সেই স্বাধীনতা নেই বরং কাজের ক্ষেত্রে পুলিশের অনেক জবাবদিহিতা রয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ব্যাড নিউজ করেন তাতে সমস্যা নেই। তবে ব্যাড নিউজ করার ক্ষেত্রে একটু ভাবা প্রয়োজন। ব্যাড নিউজ আপনাদের এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে সেই নিউজটি দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে। সাংবাদিকরা এমন নিউজ করবেন না যে নিউজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) নিউজ করতে যেয়ে ঝুঁকির মধ্যে পড়তে পারেন এমন নিউজ সংগ্রহ করতে যাওয়ার আগে পুলিশকে অবহিত করলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। দেশের বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন আর ছোট দেশ নয়। এদেশে এখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই সব মেগা প্রকল্প নিয়ে রিপোর্ট করতে হবে। আমাদেরকে দেশের উন্নয়নে কলম ধরতে হবে’। 9,115,538 total views, 2,502 views today |
|
|
|