Site icon suprovatsatkhira.com

সরকারের সাফল্য তুলে ধরে গণমাধ্যম কর্মীদের সাথে এমপি জগলুল হায়দারের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারের সাফল্য তুলে ধরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন এমপি জগলুল হায়দার।
মঙ্গলবার (১৬অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে তিনি সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের উন্নয়নকল্পে প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা প্রদান করেছেন। বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।
এ সময় তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, স্কুল কলেজ সরকারিকরণ, সড়কের উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, মাতৃকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা, গৃহ নির্মাণ ঋণ, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা, বিধবা ভাতা প্রদান করা, প্রতিবন্ধীদের ভাতা, বেকার যুবকদের ঘরে ঘরে চাকরির জন্য ন্যাশনাল সার্ভিস চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল বিতরণ, গর্ভকালীন ভাতা, খোলাবাজারে ১০ টাকা মূল্যের চাউল বিক্রয়, অসহায় মহিলাদের বিনামূল্যে ভিজিডির চাল বিতরণসহ সরকারের অসংখ্য উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাহাবুল আলম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম জোরদার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সিগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান অসিম মৃধা, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালিগঞ্জ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল কুমার মুখার্জি, প্রভাষক মোশারফ হোসেন, অলিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, শেখ রাসেল পরিষদের সভাপতি রহমত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাওসার তুহিন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version