Site icon suprovatsatkhira.com

সখিপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে দেবহাটার সখিপুরে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আবু তালেব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version