Site icon suprovatsatkhira.com

সংবাদ প্রকাশের পর সেই ভ্যানচালককে ক্ষতিপূরণ প্রদান

কালিগঞ্জ প্রতিনিধি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পর পরিবহনের ধাক্কায় গুরুতর আহত ইঞ্জিনভ্যান চালক মীর মোশারাফ হোসেন বিপুলকে (৩৬) হাওলাদার পরিবহন কর্তৃপক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধিকে মুঠোফোনে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ইঞ্জিন ভ্যান চালক মোশারাফ হোসেন বিপুল কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিপুলের যে পরিমাণে ক্ষতি হয়েছে, তার তুলনায় ক্ষতিপূরণ খুবই কম হলেও সংবাদটি প্রকাশের পর পরিবহন কর্তৃপক্ষ বিপুলকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ায় গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিপুলের মা জোবেদা খাতুন (৫০)।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে কালিগঞ্জ বিল্ডার্স থেকে ইঞ্জিনভ্যানে করে টাইলস্ নিয়ে শ্যামনগর যাচ্ছিলেন ইঞ্জিন ভ্যান চালক মোশারাফ হোসেন বিপুল। কিছুদূর যাওয়ার পর বরিশাল থেকে শ্যামনগরগামী হাওলাদার পরিবহনের একটি বাস তার ইঞ্জিন ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তার দু’টি হাত ভেঙে যাওয়াসহ মুখম-ল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি এবং ভেঙে চুরমার হয়ে যায় প্রায় ৬৩ হাজার টাকার টাইলস্ এবং দুমড়ে মুচড়ে যায় ইঞ্জিন ভ্যানটি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version