দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার গোল্ডেন ক্যাবল লাইনের প্রায় ৫০ কিলোমিটার স্যাটেলাইট সংযোগ বন্ধ করে আট লক্ষাধিক টাকার মালামাল লুট করার ঘটনা নিয়ে পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর মালামাল ফেরত দিয়েছে সাতক্ষীরা ভিশন কর্তৃপক্ষ।
শনিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গোল্ডেন ক্যাবলের পরিচালক আশরাফুজ্জামান মুন্নার কাছে মালামালগুলো ফেরত দেওয়া হয়।
গোল্ডেন ক্যাবলের পরিচালক আশরাফুজ্জামান মুন্না জানান, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা ভিশনের কর্মচারী আসাদ, বিপ্লব, রিপন, আবু, ভুট্টার নেতৃত্বে বুধহাটা, মহেশ্বরকাটি, গোয়ালডাঙ্গা, কাদাকাটি, পাখিমারা, শেতপুরসহ আশেপাশে এলাকার প্রায় ৫০ কিলোমিটার স্যাটেলাইট সংযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপারকে অবহিত করি। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে মামলার ভয়ে শনিবার তারা সকল মালামাল ফেরত দেয়। পরে দুপুর দেড়টার দিকে উক্ত সংযোগ পুনঃরায় চালু করা হয়েছে।