অক্টোবর ২, ২০১৮
শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে জগলুল হায়দারের মতবিনিময়
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন এমপি এস এম জগলুল হায়দার। মঙ্গলবার (২ অক্টোবার) বিকাল ৫টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি গাজী আল ইমরানের সভাপতিত্বে মতবিনিময়কালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমার এমপি হওয়ার চাইতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের মানুষের জন্য খুবই দরকার। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের সরকার আবারও ক্ষমতায় এলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে নিয়ে অতিরিক্ত কিছুই লেখার দরকার নেই। আমি এমপি হওয়ার জন্য লালায়িত নই। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করে যাবো। 9,103,693 total views, 7,832 views today |
|
|
|