নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আব্দুর রহমান বাবুকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তিনি দৈনিক বর্তমান ও দৈনিক প্রবাহ’র শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ১১টা ৫৬ মিনিটে ৩০ সেকেন্ড ও ৮ অক্টোবর সকাল ৮টা মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডসহ অন্যান্য সময় ০১৬৮৬-৮০৮০২৪ নম্বর থেকে জাফর নামে এক ব্যক্তি সাংবাদিক আব্দুর রহমান বাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আব্দুর রহমান বাবুকে সাংবাদিকতা করার সাদ মিটিয়ে দেব উল্লেখ করে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং: ৪৮৭।