Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ২ দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুই দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন হয়ছে।
বেসরকারি সংস্থা দলিত উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দলিতের কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দলিত’র প্রকল্প কর্মকর্তা যোসেফ সরকারের পরিচালনায় প্রশিক্ষণার্থীদের মাঝে বীজ তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হাসনাত। এ সময় আরও উপসিস্থ ছিলেন সহকারি কৃষি কর্মকর্তা নূর আলী বিশ্বাস।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে সদর ইউনিয়নের ৫টি গ্রামের ২০জন হতদরিদ্র ও দলিত সম্প্রদায় ভুক্ত মহিলা অংশ নেন। প্রশিক্ষণে শীতকালীন সবজি চাষের উপায়, রোগ বালাই প্রতিরোধ, স্বল্প মূল্যে স্থানীয় পদ্ধতিতে জৈব কৃষি, কেঁচো, জৈব সার উৎপাদন ও ব্যবহার এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে নয় প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version