Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের সাব কমিটির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী মোল্যা। এ সময় তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর সংসদে সড়ক পরিবহন আইন ২০১৮ আইন পাশ হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থে অনেক ধারা সংযোজিত হলেও এমন কিছু ধারা যুক্ত হয়েছে যা সড়ক পরিবহন শ্রমিকদের জীবন জীবিকাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে এবং মেনে নেওয়া সম্ভব না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের শ্যামনগর উপজেলা সাব কমিটির সহ-সভাপতি জলিল কয়াল, সাধারণ সম্পাদক আছাফুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুসহ অন্যান্য কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।

১/ক, পি-২, ছবি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version