Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত’ এ স্লোগানকে সামনে রেখে শ্যামনগরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অংশীজনের বৈঠক খানায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজাল হোসেন, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক রনজিত বর্মণ, বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, ফ্রেন্ডশিপের সুকুমার মন্ডল, রূপান্তরের আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ল্ড ভিশনের জিয়াউর রহমান, প্রগতির সুপর্ণা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সিডিও ইয়থ টিমের আব্দুল আলিম, আব্দুল¬াহ আল মামুন, মনির হোসেন, নয়ন, আশিকুর রহমান, জগবন্ধু কয়াল প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন, রূপান্তর, ফ্রেন্ডশিপ, প্রগতি, সুশীলন, বারসিক, ফিয়া, সিডিও, পল্লী চেতনা, এনজিএফ এই কর্মসূচি আয়োজনে সহযোগিতা করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version