শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে স্বাস্থ্যসম্মত আচার তৈরীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বারসিক’র সহযোগিতায় চন্ডিপুর আইপিএম কৃষক সংগঠন ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম যৌথভাবে এ আচার তৈরীর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জয়িতা সম্মাননাপ্রাপ্ত বনজীবী নারী শেফালী বিবি। এ সময় আরো উপস্থিত ছিলেন, বারসিক প্রোগ্রাম কর্মকর্তা মননজয় মন্ডল, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, মুক্তি রানী, মনিকা রানী প্রমুখ। কর্মশালায় চন্ডিপুর গ্রামের ৩৫ জন নারী পুরুষকে কেওড়া, আমড়া, জলপাই, তেতুল, অম্বল মধুসহ বিভিন্ন টক জাতীয় ফলের আচার তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়।
8,802,989 total views, 9,234 views today