শ্যামনগর প্রতিনিধি: স্বামী ও তার সহযোগী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মোহাম্মদ আলীর দুই মেয়ে মরিয়ম পারভীন ও সুমাইয়া পারভীন সোমবার শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।
এ সময় লিখিত বক্তব্যে মরিয়ম বলেন, একই গ্রামের মৃত নবাব্দী গাজীর ছেলে আব্দুস সালামের (৪৫) সাথে ৩ বছর পূর্বে ইসলামী শরীয়ত মতে আমার বিয়ে হয়। বর্তমান আমাদের ১০ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী যৌতুকের দাবিতে সব সময় আমাকে ও আমার পিতাকে বিরক্ত করতো। কয়েক দফায় ১ লাখ টাকা নেওয়ার পরেও আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে টাকা দিতে হবে বলে হুমকি দেয়। আমি রাজী না হওয়ায় আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আমার পিতা ঠেকাতে গেলে তাকেও পিঠিয়ে গুরুতর জখম করে। আমাকে ও আমার শিশু পুত্রকে ভারতে নিয়ে যেতে চায়। আমি রাজি না হওয়ায় আমাকে ও আমার শিশু পুত্রকে হত্যা ও গুমের হুমকি দেয় এবং মিথ্যা অপপ্রচার করে মামলা দেবে বলে হুমকি দেয়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে আমি পারিবারিক আদালতে মামলা করি। এ ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে আমার বোন সুমাইয়া পারভীনের স্বামী গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামি ভেটখালী গ্রামের আমীর আলীর ছেলে আব্দুল হালিম (২৩) এর সহযোগিতায় সে আমাদের দুই বোনকে ও আমাদের পিতাকে হত্যার পায়তারা করছে।
এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
শ্যামনগরে স্বামী ও তার সহযোগীদের হাত থেকে রক্ষা পেতে গৃহবধূর সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/